রূপচর্চায় বহুদিন থেকেই ব্যবহৃত হয়ে আসছে মধু। তবে অনেকেরই জানা নেই ত্বকের মতো মধু চুলেও ব্যবহারের চুলের অনেক উপকার হয়ে থাকে। মধুর কিছু পুষ্টিগুণ আছে যা চুলের যত্নে মধু অতুলনীয়। আর আমরা সবাই জানি বাজারের কেনা ক্যামিকেল ব্যাবহার থেকে প্রাকৃতিক উপাদান অনেক বেশী উপকারি। তাহলে আসুন যেনে নেই কিভাবে চুলের যত্নে মধু ব্যবহার করবেন।

চুল হাইলাইট বর্তমান ফ্যাশনে দারুণ জনপ্রিয়। তবে রাসায়নিক রং চুলের ক্ষতি করতে পারে এই ভয়ে অনেকেই চুলে রং এড়িয়ে চলেন। তবে মধুর বিশেষ কিছু উপাদান আছে যা ধীরে ধীরে চুলের রং হালকা করতে সাহায্য করে। অর্থাৎ প্রাকৃতিকভাবে চুল হাইলাইটস করার জন্য দারুণ কার্যকর মধু।

 

চুলের কন্ডিশনার :

১ টেবিল-চামচ বিশুদ্ধ মধুর সঙ্গে ২ টেবিল-চামচ নারকেল তেল মিশিয়ে রূক্ষ্ চুলে ভালোভাবে মালিশ করতে হবে। ২০ মিনিট রেখে তারপর ভালোভাবে মাথা পরিষ্কার করে ফেলুন। 

► চুলপড়া রোধে মধুর ব্যবহার
মেথি ১২ ঘন্টা ভিজিয়ে রাখলে তা পেস্ট করতে সহজ হয়। ২ টেবিল চামচ মেথির পেস্টের সাথে ১ টেবিল চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। শুধুমাত্র চুলের গোড়ায় প্রয়োগ করুণ। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। চুলের সাধারণ যত্নে এবং চুলপড়া রোধ করতে মেথি কার্যকর ভূমিকা রাখে।

► চুলকে উজ্জ্বল করে

চুলকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করার সবথেকে সহজ ও ভালো উপায় হল মধু। ১ টেবিল চামচ কাঁচা মধুর সাথে ছয় টেবিল চামচ পানি ও এক চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে এক ঘণ্টা চুলে লাগিয়ে রাখুন। এই প্যাকটি সপ্তাহে একদিন অবশ্যই ব্যবহার করুন।

► চুলের রুক্ষতা এবং উজ্জ্বলতা ফিরিয়ে আনতে মধুর ব্যবহার
২ টেবিল চামচ অলিভ ওয়েল ও ২ টেবিল চামচ মধুর সাথে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এবার মিশ্রণটি পুরো মাথায় ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে এর পর ভালো কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন । নিয়মিত ব্যবহারে চুল হয়ে উঠবে ঝরঝরে ও উজ্জ্বল।

► চুল ঘন করতে মধুর ব্যবহার ঃ

মধু খুবই আঠালো পদার্থ, সে জন্য খুব অল্প পরিমাণে (৪-৫চামচ এর বেশি না) মধু নিয়ে তা মাথার তালুতে ব্যবহার করুন। তারপর চুল আটকে ১৫মিনিট রেখে দিন। খেয়াল রাখুন যেন প্রতিটি চুলের গোড়ায় একটু হলেও মধু পৌঁছায়। সবশেষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। মধু, ভিটামিন এবং খনিজ পদার্থ সরবরাহ আপনার চুলের গোঁড়া শক্তিশালী ও চুল উজ্জ্বল করতে সাহায্য করে। ফলে চুল হবে ঘন এবং প্রাণবন্ত করে।

► চুলের যত্নে অলিভ অয়েল ও মধুর হেয়ার প্যাক :
একটি পাত্রে ১ কাপ অলিভ অয়েল নিন। আধা কাপ মধু ভালো করে মিশিয়ে নিন তেলে। মিশ্রণটি বেশি ঘন হয়ে গেলে আরও খানিকটা অলিভ অয়েল মেশান। চুলায় মৃদু আঁচে বসিয়ে দিন পাত্রটি। ৩ মিনিট পর চুলা থেকে নামিয়ে মিশ্রণটি ঠাণ্ডা করুন। হেয়ার প্যাকটি ব্যবহার করার আগে চুল ধুয়ে মুছে নিন। কুসুম গরম অবস্থায় মধু ও অলিভ অয়েলের মিশ্রণ চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। গরম পানিতে তোয়ালে ভিজিয়ে নিংড়ে নিন। মাথায় পেঁচিয়ে রাখুন তোয়ালে। ৩০ মিনিট পর পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন চুল। মাসে ৩বার এই হেয়ার প্যাক ব্যবহার করলে চুল হবে উজ্জ্বল ও ঝলমলে।

► চুলের যত্নে কলা ও মধু

 পাত্রে একটি ডিমের সাদা অংশ নিন। ২ চা চামচ মধু মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল হবে কোমল ও ঝলমলে।

 

► সতর্কতা

অনেকের মধুতে অ্যালার্জি থাকতে পারে। অ্যালার্জি থাকলে সেক্ষেত্রে কোন বিউটিশিয়ান বা ডাক্তারের পরামর্শ নিয়ে নিন পরিশোধিত মধু ব্যবহারের চেষ্টা করুণ। অপরিষ্কার চুল চুলপড়া সমস্যার একটি অন্যতম প্রধান কারণ। মধু একটি প্রাকৃতিক পরিষ্কারক। শুধুমাত্র মধু চুলে লাগিয়ে শ্যাম্পু করে ফেললেও চুল অনেক পরিষ্কার থাকে এবং সেই সাথে চুলপড়া রোধ করতে সাহায্য করে। ঝলমলে হয়ে উঠুক আপনার চুল!

 

        চুল পড়া ও রোগ নিরাময়ে সুন্দরবনের প্রাকৃতিকভাবে উৎপাদিত মধু পেতে  কথা বলুন 01779293637

চুলের যত্নে মধুর ব্যবহার - QR Code Friendly
Powered by QR Code Friendly