ভূমিকম্পের সময় আমরা অনেকে কিছু ভুল করে থাকি যেগুলো থেকে বিরত থাকাটাই উত্তম।
কিছু প্লান আর পুর্ব-পরিকল্পনার মাধ্যমে ভূমিকম্পের সময় নিজেকে রক্ষা করা সম্ভব।
নিচের টিপস গুলো অনুসরণ করুন।

xltsxn-1460653440-f82fd71_xlarge xltsxn-1460653459-007410a_xlarge

এডভান্স সেফটি-
১! বাসার আসবারপত্র ( বুক-সেলফ, সোকেস,ওয়ারড্রফ ইত্যাদি) ড্রিলম্যশিন এর সাহায্যে শক্ত ক্লামের মাধ্যমে আটকে দিন দেওয়ালের সাথে।

xltsxn-1460653520-52073c1_xlarge xltsxn-1460653552-ecabd92_xlarge

যেন ভূমিকম্পের সময় এগুলো হেলে বা আঁচড়ে না পড়ে মাটিতে।
২! একটি ব্যাগে প্রয়োজনীয় কিছু টুলস আগে থেকে গুছিয়ে রাখুন। যেমন- ছোট হাতুড়ি,একটি কাটার বা অটোড্রিলম্যাশিন, পানি, ছোট মেডিক্যাল বক্স, শুকনা খাবার, টর্চ লাইট, ফোন, বাঁশি ইত্যাদি।

xltsxn-1460653584-2dee064_xlarge

৩! বিল্ডিং বা বাসা থেকে দ্রুত বের হবার জন্য অতিরিক্ত দরোজা করে রাখতে পারে।

xltsxn-1460654591-69bb2db_xlarge

ভূমিকম্পের সময় করণীয় –
ভূমিকম্পের সময় মেক্সিমাম সবাই খুব বেশি ছোটাছুটি করে থাকেন এই ভেবে আপনাকে ফাঁকা স্থানে যেতে হবে, বা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে।
কিন্তু এই ধারনাটা ভুল। ভূমিকম্পের সময় যতটা পারেন নিজেকে ঠান্ডা রাখুন। মনে রাখবেন অধিক উত্তেজনা বিপদে ফেলতে পারে।

১! ভুমিকম্পের সময় ছোটাছুটি না করে শান্ত থাকুন । ভূমিকম্পের সময় দৌড়ানো থেকে বিরত থাকুন। সাবধানে ধিরে চলুন।
আপনি যদি ড্রাইভ করেন তো সেখানেই থেমে যান। কিন্তু ফাঁকা জায়গায় অবস্থান করবেন সেটা আগে নিশ্চিত করুন। সিঁড়ি দিয়ে নামার সময় সাবধানে নামুন। হোঁচট খেয়ে পড়ে আহত হতে পারেন।

xltsxn-1460653789-6083dc5_xlarge

২! বড় বিলডিং বা গাছ, বৈদুতিক পোল , গ্যাস লাইন থেকে দূরে থাকুন। ভুমিকম্পন বুঝতে পারলে সম্ভব হলে বাসার গ্যাস লাইন ও বিদ্যুৎ লাইন অফ করুন।

xltsxn-1460653866-a91178f_xlarge xltsxn-1460654102-02e7f16_xlarge

৩! ধরুন আপনি ৫ তলা একটি বিল্ডিং এর ৫ তলা বা ৪ তলায় অবস্থান করছেন। ভূমিকম্পের স্থায়িত্ব খুব বেশি সময় না। সুতরাং যেখানে আছেন সেখানেই নিজের সেফটি নিন সেটা ৪ তলা বা ৫ তলায় হোক না কেনো।
যদি সম্ভব হয় ছাদে চলে যান। ওটাই সব থেকে নিরাপদ। রুমের ভিতরে দরোজা , জানালা, গ্লাস, আসবারপত্র থেকে দূরে থাকুন। রুমের টেবিল অথবা খাট এর নিচে অবস্থান নিন। DROP> COVER > HOLD
ছবিতে দেখুন।

xltsxn-1460653921-8d0db57_xlarge

xltsxn-1460653953-663c559_xlarge

xltsxn-1460653955-9900bd8_xlarge

xltsxn-1460653957-19ed62c_xlarge

ভূমিকম্পের পরে যা করবেন-
যদি বিল্ডিং এর ভিতরে আটকা পড়েন তবে – বেরিয়ে আসার চেষ্টা করুন। অথবা বাঁশি বা কোন ভাবে শব্দ করে উদ্ধার কর্মিদের কে আকর্ষণ করুন যতক্ষন না আপনি উদ্ধার হচ্ছেন।

xltsxn-1460654457-cc9697f_xlarge

আর আপনি যদি সুস্থ ও নিরাপদ থাকে তবে পাশের বাসা বা অন্যান্যরা নিরাপদ আছেন কিনা নিশ্চিত করুন।

xltsxn-1460654812-6763a68_xlarge

ভূমিকম্পের সময় নিজেকে কিভাবে রক্ষা করবেন? - QR Code Friendly
Powered by QR Code Friendly