আজকের আলোচনার বিষয় হল কিভাবে আমরা এনিমেশন তৈরি করতে পারি। এখানে এনিমেশন বলতে আমি বুজাতে চেয়েছি বিভিন্ন অ্যানিমেটেড ব্যনার, ওয়াল পেপার, বিভিন্ন ওয়েব সাইড, ব্লগ ও বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটে প্রদর্শিত বিভিন্ন অ্যাড। এই এনিমেশন তৈরিতে আপনি যে কোন ছবি বা আপনার নিজের ছবি ব্যবহার করতে পারবেন। এই ধরনের এনিমেশন তৈরি করতে হলে আপনাকে ফটোশপের লেয়ার সম্পর্কে মোটামুটি ধারনা থাকতে হবে যা ফটোশপের খুবই গুরুত্তপূর্ণ বিষয়।যদি আপনার কাছে সি এস ৫ (photoshop cs 5 বা cs 6) বা তার পরের ভার্সন থাকে তাহলে আপনি শুধু ফটোশপ দিয়েই এনিমেশন তৈরি করতে পারবেন আর যদি cs 5 এর পূর্বের ভার্সন থাকে তাহলে আপনাকে ইমেজ রেডি (imageready) এর সাহায্য নিতে হবে।১ম আপনি যতগুলো ছবি দ্বারা এনিমেশন তৈরি করতে চান সেই ছবি গুলো ফটোশপে ওপেন করে নিবেন। ফাইল থেকে নিউ অপশন এ গিয়ে  একটা নতুন ফাইল নিবেন এবং এর সাথে নতুন নতুন লেয়ার নিয়ে ওপেন করা ছবি কপি করে নতুন লেয়ারে পেস্ট করবেন। এরপর উইন্ড মেনু থেকে এনিমেশন ক্লিক করবেন। নিচের দিকে একটি ফ্রেম আসবে, এখানে ফ্রেম কপি করে টাইম সিলেক্ট করবেন। আরপর gif ফরমেটে সেভ ক্রবেন।কাজ শেষ। ভিডিও টিউন দেখে নিতে পারেন।ইচ্ছা করলে  এখানে subscribe করতে পারেন, আশাকরি ভাল কিছু পাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভাল থাকবেন।

আপনি নিজেই ফটোশপ দিয়ে তৈরি করুন সুন্দর সুন্দর এনিমেশন - QR Code Friendly
Powered by QR Code Friendly